এক সময় সবুজ মলাটের পাসপোর্ট ছিল গর্বের প্রতীক। যত বেশি দেশের ভিসা থাকত, তত ভারী মনে হতো পাসপোর্টটি। কিন্তু সেই দিন এখন অতীত। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত—বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য একের পর এক বন্ধ হচ্ছে ভিসার দরজা। যেসব দেশে আগে ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা পাওয়া যেত, তারাও এখন সন্দেহের চোখে দেখছে বাংলাদেশিদের। বিমানবন্দরেই অনেককে ফিরিয়ে দেওয়া হচ্ছে। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো জনপ্রিয় গন্তব্যগুলোতে ভিসা পাওয়া এখন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। প্রক্রিয়াকরণে সময় লাগছে ৪০ থেকে ৪৫ দিন পর্যন্ত। একই সঙ্গে বেড়েছে ভিসা প্রত্যাখ্যানের হার। এমনকি নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার মতো পর্যটননির্ভর দেশগুলোতেও অন অ্যারাইভাল সুবিধা হারাচ্ছেন বাংলাদেশিরা। কারণ হিসেবে দেখা যাচ্ছে ভুয়া হোটেল বুকিং, পর্যাপ্ত অর্থের অভাব কিংবা সন্দেহজনক ভ্রমণ পরিকল্পনা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ভিসা অনীহার...