দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে সীমান্ত উত্তেজনা চরমে উঠেছে। শনিবার (১১ অক্টোবর) রাতে আফগানিস্তানের সীমান্তরক্ষীরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তানও তীব্র গোলাগুলি ও হামলা চালায় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত শুক্রবার রাতে পাকিস্তানের বিমানবাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায়। ওই হামলায় পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি)-এর প্রধান নেতা নূর ওয়ালী মেসুদকে লক্ষ্য করে অভিযান চালায় বলে জানা গেছে।এই হামলার পর থেকেই দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা দ্রুত বৃদ্ধি পায়। আফগান সেনাবাহিনী জানায়, পাকিস্তানের বিমান হামলার জবাবে তারা এখন প্রতিশোধমূলক ব্যবস্থা নিচ্ছে।এক বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিশোধে পূর্বাঞ্চলে তালেবান সীমান্তরক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকায় তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছে।” সামাজিকমাধ্যমে...