সংগীত জগতের জনপ্রিয় মুখ ফেরদৌস আরা। প্রখ্যাত নজরুল সংগীতের এই শিল্পীর জন্মদিন রবিবার (১২ অক্টোবর)। সংগীত অঙ্গনের সহকর্মী, শ্রোতা ভক্তদের কাছ থেকে জন্মদিনের প্রথম প্রহর থেকেই শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন গুণী এই শিল্পী। নিজের জন্মদিন নিয়ে এরআগে চ্যানেল আইয়ের এক অনুষ্ঠানে শিল্পী বলেছিলেন,“আমার কাছে জন্মদিন মানেই নতুন করে বাঁচার আশা। আরেকটি বছরের জন্য নতুন করে কাজ করার অনুপ্রেরণা।” নজরুল সংগীত শিল্পী হিসেবে পরিচিতি থাকলেও সব ধরনের গানই তিনি করেন। সঠিকভাবে নজরুল এবং উচ্চাঙ্গ সংগীতচর্চার জন্য তিনি ২০০০ সালে ঢাকার মোহাম্মদপুরস্থ হুমায়ুন রোডে গড়ে তোলেন সংগীত প্রতিষ্ঠান সুরসপ্তক। শিল্পী জীবনে পেয়েছেন অসংখ্য পুরস্কার খ্যাতি। চলতি বছরে পেয়েছেন একুশে পদকের মতো রাষ্ট্রীয় পুরস্কার। এছাড়াও বেসরকারি...