ড্রোন-বোমার শব্দ ছাড়া গাজাবাসীর প্রথম রাত * ট্রাম্পের ‘পিস বোর্ড’ প্রত্যাখ্যান হামাস ও সহযোগী দলগুলোর শরণার্থী শিবির, রাস্তা-ধ্বংসস্তূপের পাশের তাঁবুজীবন শেষে ঘরে ফিরছে গাজাবাসী। চোখে-মুখে হারানো সংসার ফিরে পাওয়ার আনন্দ। ইসরাইলের বোমা হামলায় গুঁড়িয়ে যাওয়া, ধসে যাওয়া আবাসস্থলে আবার নতুন করে ঘর বাঁধার স্বপ্ন। বিধ্বস্ত উপত্যকায় শুরু হওয়া জীবনের এই নতুন আলোড়নের মাঝেই নেমে আসছে সেই পুরোনো বিষাদের ঢেউ-ধ্বংসস্তূপ সরাতেই বেরিয়ে আসছে পচাগলা লাশ। অজানা আশঙ্কায় মুহূর্তে সজল হয়ে উঠছে বাসিন্দার স্বজনহারা চোখ! তবে এসবের মধ্যেও সবচেয়ে বড় আনন্দটি হলো-শুক্রবার প্রথমবার একটি শান্তিপূর্ণ রাত কাটাল গাজাবাসী। যা তারা গত দুই বছরে কল্পনাও করতে পারেনি। রক্তক্ষয়ী সঙ্ঘাত আর অন্তহীন আতঙ্কের পর অবশেষে এক নিঃশব্দ রাত কাটাল গাজাবাসী। আকাশে ড্রোন নেই। বোমা বিস্ফোরণের শব্দ নেই। চারদিকে নিস্তব্ধতা আর খুশির আমেজ। তবে প্রথম...