বাংলাদেশ থাইরয়েড সোসাইটি (বিটিএস)-এর সপ্তম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়েছে। এবারের বৈজ্ঞানিক সম্মেলনের মূল বিষয় ছিল “থাইরয়ডাইটিস নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি”। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. এ. করীম। বিশেষ অতিথি ছিলেন বারডেম (একাডেমি)-এর পরিচালক ও হরমোন ও ডায়াবেটিস রোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. ফারুক পাঠান। সম্মেলনের স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির চেয়ারম্যান, বিটিএস-এর যুগ্ম সাধারণ সম্পাদক ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (নিনমাস)-এর পরিচালক অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারী। তিনি বলেন, দেশে প্রায় ২০ শতাংশ মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন, যার প্রায় ৬০ শতাংশ এখনো চিকিৎসা সেবার আওতার বাইরে। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ রোগী...