সূত্র জানায়, জুলাই সনদ চূড়ান্ত। কিন্তু বাস্তবায়নের পদ্ধতি ও আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলগুলো দ্বিধাবিভক্ত। ফলে কোনো সমঝোতা ছাড়াই দলগুলোর সঙ্গে বুধবার ঐকমত্য কমিশনের বৈঠক শেষ হয়। এরপর রোববারের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার কথা ছিল। কিন্তু রোববার সকালে প্রধান উপদেষ্টা ইতালি যাচ্ছেন। বুধবার সকালে তিনি দেশে ফিরবেন। এছাড়াও সরকার চাচ্ছেন, ঐকমত্য কমিশন থেকে সম্মিলিতভাবে একটি সুপারিশ পাঠানো হোক। ফলে সনদের সুপারিশ দেওয়ার সময় পেছানো হয়েছে। অন্যদিকে এখন পর্যন্ত গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। কিন্তু গণভোটের সময় নিয়ে আপত্তি রয়েছে। বিএনপি চায় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে। আর জামায়াতে ইসলামী ও এনসিপি আগে গণভোট চায়। তারা বলছে, গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পর সেই সনদের ভিত্তিতেই পরবর্তী জাতীয় নির্বাচন হবে। আবার জামায়াতে...