গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের শিকার প্রত্যেকেই ছিলেন আদালতের ভুক্তভোগী। আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে অনুষ্ঠিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া বিষয়ক জাতীয় আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। গণপূর্ত উপদেষ্টা বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াটি গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন, হেফাজতে নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘনের প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনাগুলোকে সামনে আনবে। আমরা যখন ফ্যাসিবাদী সরকারের অন্যায়ের শিকার হয়েছিলাম, তখন এসব কাঠামো ছিল না। আমরা সবাই ছিলাম আদালতের ভুক্তভোগী। আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশের গত সাড়ে পনেরো বছরে কোনো কার্যকর ব্যবস্থা ছিল না, সব প্রতিষ্ঠান অকার্যকর হয়ে পড়েছিল। বিচার বিভাগ থেকে শুরু করে মানবাধিকার কমিশন পর্যন্ত। সেনা সমর্থিত সরকারের সময় একটি জাতীয় মানবাধিকার...