যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছিল। ধারাবাহিক এ হামলার ফলে যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনেও আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজায় অন্তত ১৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত আরও ৭২ জন ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২৪ ঘণ্টায় যুদ্ধের প্রথম দিকে নিহত হওয়া ব্যক্তিদের ১১৬টি মৃতদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। হামাসের সাথে শান্তি চুক্তির প্রথম পর্যায়ে ইসরায়েলি সেনাবাহিনী গুলিবর্ষণ বন্ধ করে এবং আংশিকভাবে এলাকা থেকে সরে যাওয়ার পর, হাজার হাজার জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনি উত্তর গাজার ধ্বংসস্তূপীকৃত শহর ও শহরে ফিরে যাচ্ছে। এদিকে হামাস, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন (পিএফএলপি) জানিয়েছে, তারা...