গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, তাঁকে হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে। তিনি বলেন, ‘আমাকে টার্গেট করে আঘাত করা হয়েছে। আমাকে হত্যার উদ্দেশ্যে সেই হামলা করা হয়েছে। মাথায় হিট করা হয়েছে। ব্রেইনে আঘাত করা হয়েছে।’গতকাল শনিবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।নুরুল হক নুর বলেন, ‘জাপা আজ (গতকাল) প্রোগ্রাম করে অরাজকতা তৈরির চেষ্টা করেছে। তবে সেই অরাজকতা ঠেকাতে পুলিশের ভূমিকা ছিল প্রশংসনীয়।’গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘আমাকে হামলা করা হয়েছে একটা মেসেজ দেওয়ার জন্য, রিফাইন আওয়ামী লীগ যারা চাচ্ছে, দেশকে অস্থিতিশীল করার জন্যই এমন ঘটনা ঘটানো হয়েছে।’ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, তাঁকে হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে। তিনি বলেন, ‘আমাকে টার্গেট করে আঘাত করা...