দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে দেশের অন্যতম স্বনামধন্য জুয়েলারি ব্র্যান্ড গৌরব জুয়েলার্সের চতুর্থ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। শনিবার ফিউচার পার্কের লেভেল-২ এ অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন যমুনা বিল্ডার্সের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) ড. মোহাম্মদ আলমগীর আলম, গৌরব জুয়েলার্সের যমুনা ফিউচার পার্ক শাখার স্টোর ম্যানেজার অভিজিৎ পাল ও কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে অংশ নিয়ে ড. আলমগীর বলেন, যমুনা ফিউচার পার্ক সবসময় খাঁটি ও মানসম্পন্ন ব্র্যান্ডের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনের চেষ্টা করছে। গৌরব জুয়েলার্সের মতো একটি বিশ্বস্ত ব্র্যান্ড আমাদের জুয়েলারি শাখায় নতুন মাত্রা যোগ করেছে। অভিজিৎ পাল বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান সচেতন ও রুচিশীল ক্রেতাদের কাছে খাঁটি ও মানসম্পন্ন জুয়েলারি পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। যমুনা ফিউচার পার্কের মতো একটি প্রিমিয়াম লোকেশনে ব্যবসা পরিচালনা আমাদের সেই যাত্রাকে আরও শক্তিশালী করেছে।...