চিকিৎসা বিজ্ঞানে এসেছে এক আশ্চর্যজনক উদ্ভাবন। চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং ও শিয়ান জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের গবেষক দল এমন একটি সফট মাইক্রো-রোবট তৈরি করেছে, যা কিডনিতে পাথর সনাক্ত করে তা গলিয়ে দিতে সক্ষম। রোবটটি চালের দানার চেয়ে ছোট এবং চুম্বকীয় নিয়ন্ত্রণে কাজ করে। এটি ইউরিনারি ট্র্যাক্টের (মূত্রনালীর একটি অংশ) ভেতর দিয়ে যেতে পারে, নির্দিষ্ট ওষুধ পৌঁছে দিতে পারে এবং প্রয়োজনে পাথরকে শারীরিকভাবে সরাতে পারে। এর ফলে রোগীকে কম ব্যথা এবং দ্রুত আরোগ্য নিশ্চিত করা সম্ভব। হাইড্রোজেল এবং চুম্বকীয় ন্যানো কণিকায় তৈরি এই রোবটটি নমনীয় ও দেহের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই এটি নিরাপদে শরীরের ভিতরের সংবেদনশীল অংশে চলাচল করতে পারে। লক্ষ্য স্থানে পৌঁছালে রোবট পাথরকে যান্ত্রিকভাবে ভাঙতে বা সরাসরি দ্রবীভূতকারী ওষুধ ছাড়তে পারে। কাজ শেষ হলে রোবট প্রাকৃতিকভাবে শরীর থেকে বের হয়ে যায়—কোনো কাটা...