চট্টগ্রামের খুলশী থানার জিইসি এলাকায় শনিবার (১১ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে একটি কনসার্ট চলাকালীন পুলিশের রাবার বুলেটে তিনজন আহত হয়েছেন। উত্তেজনা তৈরি হয় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে। আহতরা হলেন মো. রাজু (৩৩), আল হোসেন কালু (২৫) ও নাজির শরীফ (২৩)। তাদের তিনজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হোন্ডা কোম্পানি তাদের নতুন মোটরসাইকেলের প্রচারণায় ‘মোটরসাইকেল টেস্ট রাইড অ্যান্ড ফ্রি সার্ভিস ক্যাম্প’ নামে সকাল ১১টা থেকে একটি ফ্রি ইভেন্ট আয়োজন করেছিল। কর্মসূচির শেষাংশে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেল ৬টার দিকে আর্টসেল ব্যান্ডের পরিবেশনা শুরু হয়। রাত পৌনে ৮টার দিকে ভিড় বেড়ে যাওয়ায় পুলিশ আয়োজকদের কনসার্ট শেষ করার নির্দেশ দেয়। তখন কিছু দর্শক ‘জয় বাংলা’ স্লোগান দেন, আর অপর একটি পক্ষ...