আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে স্পষ্ট মন্তব্য করেছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে তিনি বলেন, এই ধরনের উইকেটে ভালো ব্যাটসম্যানদের ধৈর্য ও মানসিক শক্তি দেখাতে হয়। মুশতাক বলেন, আমাদের দলে সাতজন ব্যাটসম্যান খেলছে, আর এই সাতজনই খুব ভালো। কিন্তু এখানে ধৈর্য ধরতে হবে, ভালো টেম্পারামেন্ট রাখতে হবে। রশিদের মতো স্পিনারের বিপক্ষে রান নেওয়ার কৌশল জানতে হবে, এক রানে স্ট্রাইক রোটেট করার দক্ষতা থাকতে হবে। আপনি যত বেশি সোজা খেলবেন, তত বেশি লাভবান হবেন। তিনি আরও যোগ করেন, আমি নিজে একজন লেগ-স্পিনার হিসেবে জানি, যখন দেখি কেউ খুব সোজা খেলছে আর উইকেট শুকনো, তখন ম্যাচের গতি থামাতে গিয়ে নিজের হাতেই রান দিয়ে দিই। আমাদের ব্যাটসম্যানদের এই বিষয়গুলো বুঝতে হবে। একের...