চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত কনসার্টে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোঁড়ে। এতে অন্তত দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে। স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্রদল-যুবলদের নেতাকর্মীরা।পুলিশের দাবি, স্লোগানের কোনো ঘটনা ঘটেনি। কনসার্টে উশৃঙ্খল কিছু যুবক ও তরুণ ভাঙচুর চালায়।শনিবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে জিইসি কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহতদের মধ্যে একজনের নাম মো. শরিফ (২৩)। তিনি খুলশী থানার ডেবারপাড় এলাকার শফিকুর রহমানের ছেলে। আহত বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। শরিফ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।কনসার্টে অংশ নেওয়া একজন বলেন, ‘মোটরসাইকেল ব্র্যান্ড আয়োজিত কনসার্ট শুরুর পর ব্যান্ডদল আর্টসেল মঞ্চে ওঠে গান গাইতে শুরু করে। তারা দুটি গান পরিবেশনের পর আর গান গাইতে অপারগতা...