মুখ পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করা প্রায় সবারই একটি সাধারণ অভ্যাস। কিন্তু প্রতিদিনের এ অভ্যাসই মুখের ত্বকের মারাত্বক ক্ষতি ডেকে আনে বলে মনে করছেন ত্বক বিশেষজ্ঞরা। মুখ ধোয়া বা পরিষ্কার করা ত্বকের যত্নের রুটিনের একটি অপরিহার্য অংশ। তাই কমবেশি সবাই ত্বক পরিষ্কার করতে বেছে নেন সাবানকে। কিন্তু আপনি কি জানেন, সাবান দিয়ে মুখ পরিষ্কার করা নিরাপদ নয়? রূপ ও ত্বক বিশেষজ্ঞরা বলছেন, ত্বক ময়লা, জীবাণু কিংবা ব্যাকটেরিয়া মুক্ত রাখা উচিত। তবে এরজন্য ত্বক পরিষ্কার রাখতে সাবান দিয়ে মুখ ধোয়ার অভ্যাস সঠিক ও নিরাপদ নয়। কারণ এতে পরিষ্কার হলেও ত্বকের বারোটা বাজে। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ ও হেলথ শট-র প্রতিবেদন অনুযায়ী, আসুন মুখে সাবান ব্যবহারের কিছু অপকারিতা একে একে জেনে নিই-১। নিয়মিত সাবান দিয়ে মুখ ধোয়া ঠিক নয়। এতে মুখের...