পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুষ্ঠানে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ক্ষিপ্ত হয়ে বিতরণ কোম্পানি নেসকোকে রীতিমতো কড়া হুঁশিয়ারি দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজকের পর থেকে কোনো প্রতিষ্ঠান এখানে যদি রাজনৈতিক পক্ষপাতিত্ব করে ওই প্রতিষ্ঠান এ অঞ্চলে থাকবে না হুঁশিয়ারি দেন তিনি।শনিবার (১১ অক্টোবর) রাতে নিজ জেলা পঞ্চগড়ে চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে ১৬০ কিলোমিটার লংমার্চ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।সাবেক আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী হাসিনার গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও আয়না ঘরের নিপীড়ন-নির্যাতনের সাথে জড়িত সেনা অফিসার ও জেনারেলদের বিচার কার্যকর করতে হবে বলেও জানান সারজিস আলম।তিনি বলেন, সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধার জায়গায় রাখি। কিন্তু যারা শেখ হাসিনার সময়ে গুম, খুন ও নির্যাতনের সাথে জড়িত ছিলেন তাদের বিচার না হলে বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রের...