বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, পিআর (PR) ও গণভোটের কথা বলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে। একটি রাজনৈতিক দল চায় না দেশে জাতীয় নির্বাচন হোক। তারা একবার বলেন পিআর, আবার বলেন গণভোট। তারা কখন যে কী বলেন—তা তারা নিজেরাই জানেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রধান অতিথির বক্তব্যে আরও বলেছেন—বিএনপি সবসময় একটি কথাই বলে আসছে যে, নির্বাচন ছাড়া বাংলাদেশের মানুষের উন্নয়ন সম্ভব নয়। তাই যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য তিনি দাবি করেন। মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা আফসারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার (১১ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক...