নরওয়ের ফুটবল ইতিহাসে ১৯৯৮ সালের পর প্রথম বিশ্বকাপে খেলার স্বপ্ন আজ আরও উজ্জ্বল হলো। তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের দুর্দান্ত হ্যাটট্রিকের সৌজন্যে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নরওয়ে প্রতিপক্ষ ইসরায়েলকে ৫-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তবে ম্যাচের শুরুটা ছিল কিছুটা নাটকীয়। খেলার প্রথম পাঁচ মিনিটের মধ্যেই ইসরায়েলের গোলরক্ষক ড্যানিয়েল পেরেস দু'বার ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড হালান্ডকে পেনাল্টি স্পট থেকে রুখে দেন। একবার সেভ করার পর গোলরক্ষকের লাইন থেকে সরে আসার কারণে পুনরায় শট নেওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু দ্বিতীয়বারও পেরেসের হাতে আটকে যায় হালান্ডের শট। কিন্তু হালান্ডকে বেশিক্ষণ দমিয়ে রাখা যায়নি। অষ্টাদশ মিনিটে আলেকজান্ডার সোরলথের ক্রস থেকে ইসরায়েলি মিডফিল্ডার আনান খালাইলির আত্মঘাতী গোলে এগিয়ে যায় নরওয়ে। এরপরই হালান্ড জ্বলে ওঠেন। ২৭তম মিনিটে ডান পায়ের নিখুঁত ফিনিশে তিনি দলের ব্যবধান...