কোভিড মহামারীর সময়ে একাকীত্ব ও অপেক্ষার দিনগুলোর স্মৃতি গানে ফিরিয়ে আনলেন গায়ক পান্থ কানাই। গাইলেন ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এবং পিলু খানের সুরে ‘সেই এক সময় ছিল’ গানটি প্রকাশ পেয়েছে ‘আজব রেকর্ডসের’ ইউটিউব চ্যানেলে। পাশাপাশি আরও শোনা যাচ্ছে স্পটিফাই, আইটিউনস, ডিজার, স্বাধীনসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে। গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পান্থ কানাই বলেন, “বাংলাদেশের সংগীত অঙ্গনের দুই কিংবদন্তি শহীদ মাহমুদ জঙ্গী ও পিলু খান। দুইজনই আমার পরম শ্রদ্ধাভাজন। তাদের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য দারুণ এক প্রাপ্তি। সচরাচর যেমন গান করি তার থেকে বেশ আলাদা এই গানটি।" গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী বলেন, "এই গানে আমি করোনাকালীন আমাদের জীবনের ছবি আঁকার চেষ্টা করেছি। আমাদের সবার জীবনে ছাপ রেখে যাওয়া সেই সময়ের গান এটি।" গানটি নিয়ে প্রত্যাশা...