হালাল পণ্যের বৈশি^ক বাজার এখন তিন ট্রিলিয়ন ডলারের, যা আগামী ১০ বছরের মধ্যে প্রায় সাড়ে ৯ ট্রিলিয়নে উন্নীত হতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। অথচ এই বাজারে বাংলাদেশ একেবারেই অনুজ্জ্বল। মাত্র ৮৫০ মিলিয়ন ডলারের রপ্তানি, তাও শুধু কৃষিপণ্য। এর বাইরে ইসলামিক বিনিয়োগ, লাইফস্টাইল পণ্য, কসমেটিকসের যে বাজার, সেখানে উপস্থিতি নেই বাংলাদেশের। গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশের হালাল শিল্প খাতের উন্নয়ন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনায় এসব তথ্য উঠে আসে। এ সময় হালাল পণ্যের বাজার নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মমিনুল ইসলাম। মূল প্রবন্ধে বলা হয়েছে, ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের বৈশি^ক বাজারে ৬৬ দশমিক ৪ শতাংশ ইসলামিক...