সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচনের জন্য গণভোট করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে কে দিয়েছে এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পিআরের জন্য জনগণ আমাদের গণভোট করার দায়িত্ব দেয়নি।শনিবার দুপুরে রাজধানীর মৌচাকে কসমস সেন্টারে আয়োজিত ‘আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির নির্বাচন সমালোচনার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ প্রশ্ন তোলেন। কসমস ফাউন্ডেশন ও ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) এ সেমিনারের আয়োজন করে।সেমিনারে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, পিআর পদ্ধতির নির্বাচনে জনগণের কোনো সুবিধা নেই। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচন ত্রুটিমুক্ত করতে পিআর পদ্ধতি জরুরি।আমীর খসরু বলেন, দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে কিসের ভিত্তিতে? বর্তমান সংবিধানের ভিত্তিতে হয়েছে। সংবিধানের ভিত্তিতেই এ সরকার চলছে। তাই...