ভূমি মন্ত্রণালয় সম্প্রতি নির্দেশ দিয়েছে—নির্দিষ্ট নয় শ্রেণীর দলিলভিত্তিক জমির নামজারি করা যাবে না। প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের নির্দেশনা এবং ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের তত্ত্বাবধানে জারি হওয়া এই নির্দেশনায় বলা হয়েছে, যাদের দলিলে নিম্নোক্ত ত্রুটি বা বৈশিষ্ট্য থাকবে তারা আর কোনভাবেই নামজারি করতে পারবে না। নিম্নে ওই নয়টি শ্রেণি ও কারণ সংক্ষেপে তুলে ধরা হলো— দলিলে যদি দাগ নম্বর, ক্রেতা/বিক্রেতার নাম-ঠিকানা, সনাক্তকারীর তথ্য বা সাক্ষীর নাম ঠিকভাবে না থাকে বা চৌহদ্দি ভুল থাকে—তাহলে সাবকবলা দলিল হলেও নামজারি দেওয়া হবে। হেবা যদি ‘রক্ত সম্পর্ক’ (উত্তরাধিকার) শ্রেণির মধ্যে ১৪টির মধ্যে পড়ে এবং সঠিকভাবে করা হয় তবেই নামজারি দেওয়া হবে। নয়তো—বিশেষত প্রতারণার মাধ্যমে বা মহুরীর যোগে করা হেবা হলে—নামজারি মঞ্জুর হবে না। আত্মীয়জনের অসুস্থতা বা...