দেশীয় চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খানের ‘সোলজার’ সিনেমা নিয়ে কিছুদিন ধরেই চলছে আলোচনা। সদ্য শুটিং শুরু হয়েছে সিনেমাটির। তার আগেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত ছিলেন শাকিব খান। ইতিমধ্যে চলচ্চিত্রটির ফার্স্ট লুকও প্রকাশ পেয়েছে। কিন্তু শাকিবের নায়িকা কে হচ্ছেন, এ নিয়ে ছিল নানা কৌতূহল। বিষয়টি নিয়ে এক ধরনের নীরবতা অবলম্বন করেন এর নির্মাতা সাকিব ফাহাদ। পরে শুরুতে নায়িকা হিসেবে জানানো হয় ছোটপর্দার আলোচিত তানজিন তিশার নাম। এবার জানা গেল, শুধু তানজিন তিশাই নন, সোলজারে তিশার সঙ্গে থাকছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খেতাব পাওয়া জান্নাতুল ফেরদৌস ঐশী। গত শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে নির্মাতা সাকিব ফাহাদ জানান, শিগগির প্রকাশ করা হবে ‘সোলজার’ সিনেমায় তিশা ও ঐশীর ফার্স্টলুক। এদিকে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে আবার বড়পর্দায় ফিরছেন ঐশী। বিশেষ করে, সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন অভিনেতা শাকিব...