শিশুদের জন্য দেশের ‘প্রথম’ কর্নস্টার্চ পাউডার বাজারে আনার কথা বলেছে রিমার্কের ব্র্যান্ড লিলি লিটল ওয়ান। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কোম্পানি বলেছে, পর্যাপ্ত সময় নিয়ে গবেষণার মাধ্যমে আমেরিকান ফর্মুলেশনে তৈরি এই পাউডার শিশু বিশেষজ্ঞদের ‘ছাড়পত্র’ পেয়েছে। “গবেষণায় তৈরি শিশুর জন্য শতভাগ নিরাপদ ভুট্টা থেকে উৎপাদিত কর্নস্টার্চ পাউডার। যা ক্ষতিকর ট্যাল্কের বিপরীতে একটি আদর্শ সমাধান বলে মনে করছেন সংশ্লিষ্টরা।” বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী রিমার্ক এইচবি লিমিটেড এর ব্রান্ড লিলি লিটল ওয়ান আমেরিকার বেঞ্চমার্ক কসমেটিকস ল্যাবরেটরি এবং রিমার্ক নেচার ইঞ্জিনিয়ারিং ল্যাবে তিন বছর ধরে গবেষণা করে ভুট্টা থেকে তৈরি করেছে পাউডার। যা বিশ্বব্যাপী কর্নস্টার্চ পাউডার হিসেবে স্বীকৃত। “লিলি লিটল ওয়ানের সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ কর্নস্টার্চ পাউডার আমেরিকা, থাইল্যান্ড, পোল্যান্ডসহ বিভিন্ন দেশে, বিশ্বের সর্বাধুনিক ল্যাবগুলোয় একাধিকবার করে পরীক্ষা করে নিয়ে...