আজ ১২ অক্টোবর শোবিজের দ্ইু অঙ্গনের দুই আলোকিত শিল্পীর জন্মদিন। একজন মঞ্চ, টিভি নাটক এবং চলচ্চিত্রাঙ্গনের খ্যাতিমান অভিনেতা আরিফুল হক। আরেকজন প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা। নজরুল এবং উচ্চাঙ্গসংগীত চর্চার জন্য তিনি ২০০০ সালে মোহাম্মদপুরে গড়ে তোলেন সংগীত প্রতিষ্ঠান সুরসপ্তক। সংগীতে বিশেষ অবদানের জন্য পেয়েছেন একুশে পদক। এ ছাড়া বেসরকারি উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে নিউহ্যাম ওয়েলফেয়ার ট্রাস্ট অ্যাওয়ার্ড, সানরাইজ রেডিও অ্যাওয়ার্ড, জয়নুল আবেদিন পদক, নজরুল পুরস্কারসহ নানা সম্মাননা। জন্মদিন উপলক্ষে আজ সকালে চ্যানেল আইয়ের গান দিয়ে শুরু অনুষ্ঠানে তার শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করবেন। দুপুরে তারকা কথন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এই শিল্পী। অন্যদিকে আরিফুল হক বিগত দুই দশকেরও বেশি সময় ধরে তিনি সপরিবারে কানাডায় অবস্থান করলেও মাঝেমধ্যেই মনের টানেই দেশের মাটিতে ছুটে আসতেন তিনি। সর্বশেষ তিনি ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন।...