‘ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন’ সেবা দিতে ডিবিএল গ্রুপের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এ সেবার মাধ্যমে ডিবিএল গ্রুপের পেমেন্ট কার্যক্রমকে আরও ‘গতিশীল ও ঝামেলাহীন’ করবে বলে শনিবার ব্র্যাক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে বলা হয়, এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক ডিবিএল গ্রুপের ইআরপি সিস্টেমের সঙ্গে হোস্ট-টু-হোস্ট (এইচটুএইচ) সংযোগ স্থাপন করেছে। এই ইন্টিগ্রেশনের মাধ্যমে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে। ব্যাংকটির করপোরেট ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কর্পনেট মেকার মডিউল’ ম্যানুয়াল কাজের প্রয়োজনীয়তা দূর করে কার্যক্রমে গতিশীলতা নিশ্চিত করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ডিজিটাল সিস্টেমের ফলে ট্রানজ্যাকশনের তাৎক্ষণিক আপডেট পাওয়া যাবে, দ্রুত পেমেন্ট সম্পন্ন হবে এবং নিরাপদ ও সুরক্ষিত চ্যানেলে ডেটা আদান-প্রদান নিশ্চিত হবে। ৫ অক্টোবর ডিবিএল গ্রুপের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চুক্তিটি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত...