১২ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম গণঅভ্যুত্থানে রাজপথে নেমে এসেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রাজপত- ফেসবুক সর্বত্র তিনি সরব ছিলেন। হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর তার প্রত্যাশা বেড়ে যায়। তবে অন্তর্বর্তী সরকারের ভূমিকায় তিনি হতাশ হয়েছেন। বিভিন্ন ইস্যু নিয়ে সম্প্রতি কথা বলেছেন বাঁধন। তিনি বলেন, দেশে মব কালচার, নারীর প্রতি বিদ্বেষ বেড়েছে। দেশ নিয়ে স্বপ্ন হারাচ্ছে মানুষ। জুলাইয়ে আমরা যারা রাজপথে ছিলাম, একেকজন একেক ইস্যুতে মাঠে নেমেছিলাম। আমি নেমেছিলাম সাম্যের বাংলাদেশ, মানুষের অধিকার ও ন্যায়বিচারের জন্য। এমন দেশ সব সময়ের চাওয়া। সেই জায়গা থেকে এটা ঐতিহাসিক সুযোগ ছিল বলে মনে করছি। আমাদের প্রত্যাশাও হয়তো বেশি ছিল। তবে আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। মব কালচার, নারীর প্রতি বিদ্বেষ, ভাস্কর্য, মাজার ভাঙা হয়েছে।...