১২ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম দেশের প্রায় ৫ কোটি শিশুর জীবন-প্রাণঘাতী টাইফয়ে থেকে সুরক্ষিত রাখতে দেশে প্রথমবারের মতো ‘টাইফয়েড টিকাদান ক্যম্পেইন’ শুরু হচ্ছে আজ থেকে। ‘টাইফয়েড জ¦র প্রতিরোধে, টিকা নেব দল বেঁধে’ শ্লোগান নিয়ে ১৩ নভেম্বর পর্যন্ত ১৮ কর্মদিবসে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুকে এ টিকা প্রদান করা হবে। এলক্ষ্যে ইতোমধ্যে সব প্রস্ততি সম্পন্ন হয়েছে। দেশের প্রায় সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও ইপিআই কেন্দ্রগুলোতেও পর্যায়ক্রমে এ টিকা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।নিকট অতীতেও আমাদের দেশে টাইফয়েডের কোনো কার্যকর ওষুধ ছিল না। ফলে টাইফয়েডে আক্রান্তদের মধ্যে মৃত্যুহার ছিল অনেক বেশি। এমনকি যারা বেঁচে যেতেন তাদের অনেকেরই কোনো না কোনো অঙ্গহানিও ঘটত। ওষুধ অবিষ্কারের পরেও অনেকেই সময়মত চিকিৎসা গ্রহণ...