১২ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায়, সোতোকান কারাতে দো-অ্যাসোসিয়েশনের (কিউখাই) ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ সোতোকান কারাতে দো-অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী দ্বিতীয় কারাতে কোচেস ও গ্রেডিং সেমিনার শেষ হয়েছে। গতকাল কক্সবাজারের কলাতলীতে হোটেল ইলাফ ইন্টান্যাশনালে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম। এ সময় কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু, সোতোকান কারাতে অ্যাসোসিয়েশন সভাপতি শামসের আলম ভুঁইয়া, কারাতে ফেডারেশনের নির্বাহী সদস্য এবং সোতোকান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের চেয়ারম্যান এ বি রনি, কোষাধ্যক্ষ আফজাল ইসলাম ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মইনুল হোসেন উপস্থিত ছিলেন। আগের দিন লাবনী বীচে কোচেস সেমিনারের উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুূদ। নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরো ৫শ’ বেড, চলতি মাসেই উদ্বোধন...