বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানের বিপক্ষে ফ্রান্সের ৩-০ গোলে জয়ের ম্যাচে ১ গোল করেছেন এমবাপে বিশ্বকাপ বাছাইপর্বে আজারবাইজানের বিপক্ষে ম্যাচজুড়ে দাপট দেখিয়েছে ফ্রান্স। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে দুইবারের বিশ^ চ্যাম্পিয়নরা। শুক্রবার ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের ‘ডি’ গ্রুপের ম্যাচে আজারবাইজানকে ৩-০ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। এ নিয়ে টানা তৃতীয় জয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের মূল পর্বে এক পা দিয়ে রাখল তারা। পরের ম্যাচ জিতলেই বিশ^কাপে জায়গা পোক্ত হবে ফরাসিদের। দলের হয়ে এমবাপে, আদ্রিও র্যাবিয়ট ও ফ্লোরিয়ান তোভাঁ একটি করে গোল করেন। দিনের আরেক ম্যাচে ‘এ’ গ্রুপে ইউরোপীয় বাছাইয়ে লুক্সেমবার্গকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। দলের হয়ে জোড়া গোল করেন জসুয়া কিমিখ, একটি করে গোল করেন ডেভিড রাউম ও জিনাবি। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে জার্মানি।ম্যাচের...