টস হেরে পরে ব্যাটিং পেয়ে মেহেদী হাসান মিরাজ বললেন, ২৪০-২৫০ রানের লক্ষ্য এখানে তাড়া করার মতো। আফগানিস্তান করতে পারল কেবল ১৯০। এই মাঠে আগে ব্যাট করে এত কম রান নেই আর কোনো দলের। অবিশ্বাস্যভাবে, সবচেয়ে কম রান তাড়ায় বিশাল ব্যবধানে ম্যাচ হারার পথ খুঁজে নিল মিরাজের দল! একের পর এক ব্যাটসম্যানের বাজে শট, নড়বড়ে টেকনিক, ব্যাখ্যাতীত রান আউট, ম্যাচ সচেতনতার দৃষ্টিকটূ ঘাটতি, সবকিছুর যোগফল বিব্রতকর ব্যাটিং ব্যর্থতা। সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জে লড়াই করতেও পারল না বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৮১ রানের জয়ে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জিতে নিল আফগানিস্তান। একসময় যে সংস্করণ ছিল বাংলাদেশের সবচেয়ে শক্তির জায়গা, সেটিই এখন নিয়মিত হতাশার উপলক্ষ। সবশেষ ১১ওয়ানডের ১০টি হারল তারা। সিরিজ হারের তেতো স্বাদ পেতে হলো টানা চার সিরিজে। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ...