পবিত্র কোরআন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য অলৌকিক গ্রন্থ। এটি এমন এক দিকনির্দেশনা, যার আলোয় অন্ধকার থেকে আলোর পথে এসেছে মানবজাতি। কোরআনের বার্তা কেবল এক যুগের জন্য নয়, বরং সব সময়, সব সমাজ ও সব মানুষের জন্য প্রযোজ্য। এটি এমন এক গ্রন্থ, যা মানুষের চিন্তা, মনন, আত্মা ও আচরণের প্রতিটি স্তরকে শুদ্ধ ও সমৃদ্ধ করে। কোরআনের প্রতিটি আয়াত মানুষের জীবনবোধ, নৈতিকতা ও আচরণের জন্য আলোকবর্তিকা, যা কখনো নিভে না, কখনো পুরনো হয় না। আল্লাহতায়ালা কোরআনকে করেছেন মানবতার জন্য পথপ্রদর্শক, ন্যায়-অন্যায়ের মানদণ্ড ও পরিত্রাণের উপায়। এটি শুধুই একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং মানবজীবনের পূর্ণাঙ্গ সংবিধান, যেখানে আছে বিশ্বাস, ইবাদত, আইন, ন্যায়বিচার, সমাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, ইতিহাস ও মানবিকতার শিক্ষা। কোরআন মানুষকে শেখায় কীভাবে আল্লাহকে চেনা যায়, কীভাবে নিজের দায়িত্ব বোঝা যায় এবং কীভাবে...