দীর্ঘ ৩৫ বছরের অচলায়তন ভেঙে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ অক্টোবর। দীর্ঘ ৬৮ বছরে মাত্র ১৪ বার হয়েছে রাকসু নির্বাচন। ইতিহাস সাক্ষ্য দেয়, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে চব্বিশের জুলাই আন্দোলন প্রায় সবই সফল হয় শিক্ষার্থীরা রাজপথে নেমে আসার ফলে। আর ছাত্র সংসদ সচল থাকলে শিক্ষার্থীরা আরও বেশি রাজনৈতিক সচেতন হয়ে উঠবে। রাকসু নির্বাচন চেয়ে দীর্ঘদিন আমাদের অগ্রজরা লড়েছেন, কিন্তু ফল আসেনি। সর্বশেষ ২০২৪ সালের কোটাবিরোধী আন্দোলন যখন বৈষম্যবিরোধী আন্দোলনের রূপ নেয়, তখনই রাকসু নির্বাচনের বাসনা শিক্ষার্থীদের মধ্যে প্রবলভাবে দেখা দেয়। দীর্ঘ ৩৫ বছর শিক্ষার্থীরা যে বৈষম্যের শিকার হয়েছে, তা অবসানের দাবি জোড়ালো হয়। শত বাধা পেরিয়ে অবশেষে হচ্ছে রাকসু। রাকসু নির্বাচনকে ঘিরে আমাদের মধ্যে আমেজটা একটু বেশিই। কারণ দীর্ঘ...