আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে আবারও ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ দল। ১৯১ রানের সহজ লক্ষ্য তাড়ায় নামলেও ৮১ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ হার নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ১৯০ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাবে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় আফগানরা। ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বিপর্যয়ে পড়ে টাইগাররা। ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। ওমরজাইয়ের বলে পুল করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দেন তিনি। এরপর রান আউট হয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত (৭)। সাইফ হাসান কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করলেও (২৩ বলে ২২) তিনিও ফেরেন ওমরজাইয়ের বলে। দলীয় ৫০ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ—এবার উইকেটের শিকার হন...