শিশুদের শেখার ধরনে, আচরণে এবং আবেগ নিয়ন্ত্রণে যদি অস্বাভাবিক পরিবর্তন আসে তবে বুঝতে হবে তার কোনো মানসিক সমস্যা তৈরি হচ্ছে। শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার আচরণ এবং আবেগ পরিবর্তিত হতে পারে। অনেক শিশু মূলত দুঃখিত, উদ্বিগ্ন, খিটখিটে বা আক্রমণাত্মক হয়ে পড়ে। আবার মাঝে মাঝে স্থির হয়ে বসে থাকা, মনোযোগ দেওয়া বা অন্যদের সঙ্গে যোগাযোগ করাটাকে কঠিন বলে মনে করে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো শুধু সাধারণ বিকাশের পর্যায়গুলো। তবে এ ধরনের আচরণগুলো কিছু শিশুর মধ্যে গুরুতর সমস্যা হিসেবে দেখা দেয়। ভয় না পেয়ে বাবা-মায়ের উচিত সুচিকিৎসার ব্যবস্থা করা। বিভিন্ন কারণে শিশুদের মানসিক সমস্যা বা রোগ দেখা দেয়। পরিবারে সমস্যা থাকলে, বংশগত মানসিক সমস্যা থাকলে, শারীরিক কোনো রোগ থেকে, বাবা-মায়ের অতিরিক্ত শাসন, পারিপার্শি^ক পরিবেশ, অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা। শিশুর বুদ্ধিমত্তা কম হয় এবং...