মুখের মধ্যে যত রোগ হয়, মাড়ির রোগ তার মধ্যে অন্যতম। মাড়ি রোগের প্রধান কারণ হিসেবে দায়ী করা যায় মুখের যতেœ অবহেলাকে। অনেক সময় মুখকে শুষ্ক বা মাড়িকে বাড়িয়ে মাড়িতে রোগের সৃষ্টি করতে পারে। আবার হরমোনের তারতম্য বা গর্ভকালীন মাড়ি রোগ দেখা যায়। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে থাকা জরুরি। যাদের মুখ শুষ্ক থাকে, এলোমেলো বা উঁচু-নিচু দাঁত, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, লিভারের রোগ, ভিটামিন বা মিনারেলের স্বল্পতা, রক্তস্বল্পতা, রক্তের রোগ ইত্যাদিতে মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। কারণ যাই হোক, ব্রাশের সময় বা কিছু কামড়ের সময় অথবা থুতু ফেললে রক্ত দেখা গেলে তা নিয়ে অবহেলার কোনো সুযোগ নেই, কারণ : দাঁতের ধারক কলা ক্ষতিগ্রস্ত : দাঁত নড়ে যাওয়া, চর্বণে ব্যথা, শিরশির অনুভূতি, মুখে দুর্গন্ধ থেকে শুরু করে মুখ ফুলে যাওয়া ও চোয়ালের হাড় ক্ষয়...