বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম কয়েকটি সেমিস্টার স্বপ্নের মতো কেটে যায়। ক্লাস, আড্ডা, গান, নতুন বন্ধু সব কিছু মিলিয়ে এক রঙিন জগৎ। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে। ফাইনাল ইয়ারের দরজায় কড়া নাড়তেই মনের ভেতর উঁকি দেয় কিছু চিরচেনা প্রশ্ন। ‘এরপর কী’, ‘ভালো সিজিপিএ আছে তো’, ‘করপোরেট দুনিয়ার কঠিন লড়াইয়ের জন্য কি প্রস্তুত’, ‘সিভি’টা কি যথেষ্ট আকর্ষণীয়’, ‘ইন্টারভিউ বোর্ডে প্রশ্নের সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিকভাবে তুলে ধরতে পারব তো’। এই হাজারো প্রশ্ন যখন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ঘুরপাক খায়, ঠিক তখনই এক বুক সাহস আর এক ঝাঁপি সমাধান নিয়ে তাদের পাশে এসে দাঁড়ায় ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব’। গল্পের শুরুটা ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি। কয়েকজন দূরদর্শী শিক্ষার্থীর হাত ধরে যাত্রা শুরু...