বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাক মতোই করেছিল। দুইশর আগেই আটকে দিয়েছিল আফগানিস্তানকে। সেই সল্প রান তাড়ায় নেমেও যেন বড় রানের চাপ অনুভব করলেন ব্যাটাররা। আগের ম্যাচের মতো এদিনও ব্যর্থতার সেই পুরোনো গল্পই রচনা করলেন তারা। পেস কিংবা স্পিন, কোনো বলই খেলতে পারেনি তামিম-হৃদয়রা। ফলাফলও স্পষ্ট—টানা দুই হারে সিরিজ খোয়াল আফগানদের কাছে। আজ শনিবার (১১ অক্টোবর) প্রথমে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানের পুঁজি দাঁড় করিয়েছিল আফগানিস্তান। জবাব দিতে নেমে ২৮.৩ ওভারে ১০৯ রান তুলতেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ৮১ রানের বড় ব্যবধানে হেরেছে মিরাজের দল। রান তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। যাওয়া-আসার মিছিলে যোগ দেন ব্যাটাররা। বাংলাদেশের ব্যাটারদের রানকে পাশাপাশি সাজালে তৈরি করা যায় টেলিফোন নাম্বার— ০, ২২, ৭, ২৪, ৪, ১৮, ১৫, ০, ৫, ০,...