১২ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম : রাজনীতির মাঠে পাক-ভারত বৈরী সম্পর্ক দীর্ঘদিনের। খেলার মাঠেও এর প্রভাব লক্ষ্য করা গেছে। সম্প্রতি এশিয়া কাপ ক্রিকেটে দু’দেশের মধ্যকার নানা ঘটনায় হতভম্ব ক্রিকেটপ্রেমীরা। এবারের এশিয়া কাপের ফাইনালে প্রথম বারেরমত মুখোমুখি হয়েছিলো ভারত ও পাকিস্তান। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে তারা সদ্য সমাপ্ত আসরের ট্রফি এখনও বুঝে পায়নি। এসিসির সভাপতি মহসিন নাকভী একইসঙ্গে পাকিস্তানের মন্ত্রী এবং পিসিবি সভাপতি হওয়ায় তার হাত থেকে ট্রফি না নেওয়ার ব্যাপারে একাট্টা ছিল ভারত। নাকভীও নিজের অবস্থানে অনড় থেকে ট্রফি বুঝিয়ে দেয়নি। এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমে খবর, এশিয়া কাপ ফাইনালের পর দীর্ঘ দিন কেটে গেলেও ভারতীয় দলকে ট্রফি দিতে উদ্যোগী না হওয়ায় এসিসি চেয়ারম্যানকে তার পদ থেকে সরাতে উদ্যোগী হচ্ছে ভারত।...