১২ অক্টোবর ২০২৫, ১২:৪৬ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১২:৫২ এএম লক্ষ্যটা নাগালেই রেখেছিলেন বোলাররা। কিন্তু ব্যাটাররা পারলেন না রশিদ খানের স্পিন রহস্য ভেদ করতে। আরেকটি হতাশার ব্যাটিং উপহার দিলেন নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসানরা। ছোট লক্ষ্যেও আফগানিস্তানের কাছে বিশাল ব্যবধানে হেরে সিরিজও খোয়াল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার আফগানদের কাছে ৮১ রানে হেরেছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচ ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ফলে এক ম্যাচ বাকী থাকতে আফগানিস্তানের কাছে টানা তৃতীয় সিরিজ হার নিশ্চিত হয় মিরাজ-জাকেরদের। ১৯১ রানের লক্ষ্যে বাংলাদেশ মাত্র ২৮.৩ ওভারেই গুটিয়ে যায় স্রেফ ১০৯ রানে। আফগানদের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন ইনিংস ও সবচেয়ে কম ওভারে অলআউট এটিই। এক সময় যেটি ছিল বাংলাদেশের প্রিয় সংস্করণ সেই সংস্করণেই সবশেষ ১২ ম্যাচের ১০টিতেই হারল বাংলাদেশ। সিরিজ হারের তেতো স্বাদ পেতে...