১২ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম একসময় ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার জনগণ যে কী দুঃসহ যানজটে নাকাল ছিল, সে খবর আমরা পেতাম। তখন কলকাতার সকলেই বলত, এ বাসযোগ্য শহর নয়। এখন সেই কলকাতা কেমন রিক্সামুক্ত, যানজটমুক্ত বাসযোগ্য শহরে পরিণত হয়েছে, তা নিজে না দেখলে বোঝা যাবে না।এখন আসি যানজটমুক্ত কলকাতা কীভাবে সম্ভব হল সে বিষয়ে। কলকাতার মাটির তলদেশে মাকড়শার জালের মতো মেট্রোরেলের নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। খুব স্বল্প দূরত্বেই পাওয়া যায় মেট্রোরেলের স্টেশন। মেট্রোরেলের ভাড়া দরিদ্র মানুষের ক্রয়ক্ষমতাকে বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে। যতদূর মনে আছে, সর্বনি¤œ ভাড়া ৫/- টাকা। মেট্রোরেলের ট্রেনগুলি আধুনিক, ঝকঝকে এবং শীতাতপ নিয়ন্ত্রিত। গতিও দ্রুত। তাই সবাই মেট্রোরেল ব্যবহার করে। তাতে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করার প্রয়োজন হয় না। স্বাভাবিকভাবেই তাতে...