১২ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম বাাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের বরাত দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব নিয়ে আমি পূর্বে একাধিক কলাম ও বিশ্লেষণ প্রকাশ করেছি, যেখানে আমি স্পষ্ট করেছি কেন দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন জরুরি। সেই কারণগুলো এখানে পুনরায় প্রাসঙ্গিক। বাাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দীর্ঘদিন ধরেই অস্থিরতা ও আস্থাশীলতার চক্রে আবদ্ধ। নির্বাচন ঘিরে সহিংসতা, প্রধান রাজনৈতিক দলগুলোর গভীর অবিশ্বাস এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্থবিরতাÑ এসবই অন্তর্বর্তীকালীন সরকারের ধারণাকে সামনে নিয়ে এসেছে। এই ব্যবস্থার মূল উৎসই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সংকট ও অনিশ্চয়তা। সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিদেশে গিয়ে এক সাক্ষাৎকারে মন্তব্য করেন, দেশের পরিস্থিতি এমন যে এখনো জনগণ অন্তর্বর্তী সরকারকেই সর্বোত্তম সমাধান হিসেবে বিবেচনা করে। ড. ইউনূসের এই বার্তাটি...