১২ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম সম্প্রতি চীনের শিক্ষা মন্ত্রণালয়ের আন্তঃচীনা-বিদেশি ভাষা বিনিময় ও সহযোগিতা কেন্দ্রের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশে চীনা দূতাবাসের তত্ত¡াবধানে, শান্ত-মারিয়াম- হোংহো কনফুসিয়াস ক্লাসরুম ও বিসিএস প্রশাসন একাডেমির যৌথ আয়োজনে এক সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট, বাংলাদেশে চায়না এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশে চীনা প্রবাসী সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ‘সুরের বাঁধনে পঞ্চাশ বছর’ শিরোনামে এই প্রতিযোগিতায় বাংলাদেশ ও চীনের শিল্পীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার শুরুতে সংগীতের লড়াই হয় দুই গ্রæপে বিভক্ত চীন ও বাংলাদেশি শিল্পীদের মধ্যে। দুই গ্রæপ থেকে দুজন করে স্বর্ণ ও রৌপ্যপদক এবং ছয়জন ব্রোঞ্জ পদক লাভ করেন। বাকি প্রতিযোগীরা পেয়েছেন বিশেষ পুরস্কার। স্বর্ণপদক জেতেন বাংলাদেশের...