বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে এমন চিত্র দেখা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে সারা দেশের ব্যাংকে গচ্ছিত আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি ৪ লাখ লাখ টাকা। ২০২৪ সালের ৩০ জুন এই আমানতের পরিমাণ ছিল ১৮ লাখ ৩৮ হাজার ৮৩৭ কোটি ৪৬ লাখ টাকা। এক বছরে আমানত বেড়েছে ১ লাখ ৫৭ হাজার ৭৪৫ কোটি ৫৮ লাখ টাকা। এক বছরে বৃদ্ধি হার ৮.৫৭ শতাংশ। ঢাকায় আমানত বৃদ্ধির হার কমচলতি বছরের জুন শেষে ঢাকায় ব্যাংক আমানত দাঁড়ায় দেশের মোট ব্যাংক আমানতের ৬০.৫ শতাংশ। আগের বছরের একই সময়ে ছিল ৬১.২ শতাংশ। রাজধানীর দুই থানা এলাকা গুলশান ও মতিঝিলে ব্যাংক আমানত দাঁড়ায় ২০ শতাংশ। গত এক বছরে শুধু রাজধানীর এই দুই অঞ্চলেই ব্যাংক আমানতের বৃদ্ধি কমেছে দেড় শতাংশ।...