বর্তমানে হালাল পণ্যের বৈশ্বিক বাজার প্রায় ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের হলেও বাংলাদেশের রপ্তানি ১ বিলিয়ন ডলারেরও কম। প্রয়োজনীয় মান সনদের অভাব, আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থতা, এবং হালাল সার্টিফিকেশন প্রক্রিয়ার জটিলতা রয়েছে। বিশ্ববাজারে এই পণ্যের চাহিদা থাকা সত্ত্বেও, বাংলাদেশ এই সুযোগ কাজে লাগাতে পারছে না, যার ফলে রপ্তানি আয় প্রত্যাশার তুলনায় অনেক কম। এখনি যদি প্রয়োজনীয় কাঠামোতে না আসা হয় তাহলে বৈশ্বিক বাজার থেকে ছিটকে পড়ার সম্ভবনা রয়েছে। শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশের হালাল শিল্পখাতের উন্নয়ন; সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনা সভায় বক্তারা এ কথা জানান। বক্তারা জানান, প্রয়োজনীয় অবকাঠামো ও সাপ্লাই চেইনের অভাব, পাশাপাশি অমুসলিম দেশগুলোর উন্নত ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার কারণে বাংলাদেশ পিছিয়ে পড়ছে। হালাল শিল্পের উন্নয়নের জন্য সরকার, ব্যবসায়িক প্রতিষ্ঠান...