প্রতিবেশী দেশ হলেও শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি খেলতে নেমেছিল নামিবিয়া। প্রথম ম্যাচ খেলতে নেমে ইতিহাসই গড়েছে তারা। এক ম্যাচের সিরিজে প্রোটিয়াদের ৪ উইকেটে হারিয়ে সবাইকে চমকে দিয়েছে দলটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই জয় নামিবিয়ার ক্রিকেটে ঐতিহাসিক। পূর্ণ সদস্য দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা চতুর্থ দল যাদের হারিয়েছে নামিবিয়া। এর আগে তারা জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারিয়েছে। যদিও দক্ষিণ আফ্রিকার দলে ছিল না তাদের মূল টি-টোয়েন্টি তারকারা। তারা বর্তমানে পাকিস্তানে টেস্ট খেলতে প্রস্তুত। নতুনভাবে উদ্বোধন করা নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে ৪ হাজার দর্শক ভর্তি স্টেডিয়ামে জয়ের পর ল্যাপ অব অনার দিয়ে উদযাপন করেছে স্বাগতিকরা। ধীরগতির উইকেট আর মন্থর আউটফিল্ডে ব্যাটিং ছিল কঠিন। দক্ষিণ আফ্রিকা টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৩তম ওভারে ৮২ রানেই হারায় ৬ উইকেট। যার পেছনে ছিল নামিবিয়ার দারুণ ফিল্ডিং...