১২ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম ভারতের তামিলনাড়–তে আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকি বিশ্বকাপের খেলা। বৈশ্বিক এই আসরে অংশ নেওয়ার আগে বাংলাদেশ যুব দল চূড়ান্ত হয়েছে। জুনিয়র হকি বিশ্বকাপকে সামনে রেখে গতকাল ২০ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। তবে এই দলে নেই ওমানে বাছাই পর্বে খেলা ছয় জন খেলোয়াড়। ঘোষিত চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন গোলরক্ষক নয়ন, সুমন্ত চাকমা, শহিদুল ইসলাম, তৈয়ব আলী, সাদ্দাম হোসেন ও শিমুল ইসলাম। এর মধ্যে মিডফিল্ডার তৈয়ব আলী জাতীয় দলের হয়ে কিছু দিন আগে ভারতের বিহারে এশিয়া কাপ হকি টুর্নামেন্টে খেলে এসেছেন। মূলত জুনিয়র বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মালয়েশিয়ায় চারটি ম্যাচ খেলে আসার পরই বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল অনেকটা চূড়ান্ত হয়ে...