১২ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম বিশ্বকাপ ফুটবল ২০২৬ ইউরোপ অঞ্চলের বাছাই পর্বে টানা তৃতীয় জয় তুলে নিলো ফ্রান্স। শুক্রবার প্যারিসে ‘ডি’ গ্রæপের বাছাই পবের্র ম্যাচে আজারবাইজানকে ৩-০ গোলে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। টানা তিন জয়ে বিশ্বকাপের মূল পর্বের পথে অনেকটা এগিয়ে গেলো দিদিয়ের দেশমের দল। নিজেদের মাঠে শুরু থেকেই বলের দখলে এগিয়ে থেকে আক্রমনে যায় ফ্রান্স। ফিফা র্যাঙ্কিংয়ের দুই ও ১২৪ নম্বর দলের লড়াইয়ে ম্যাচের ২০ সেকেন্ডের মধ্যেই বড় সুযোগ পেয়ে যান এমবাপ্পে। প্রতিপক্ষের ভুল পাসে বল পেয়ে এগিয়ে যান তিনি। সামনে বাধা ছিল কেবল গোলরক্ষক। ২০ গজ দূর থেকে এমবাপ্পের শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। খেলার ১০ মিনিটে আরেকটি সুযোগ পায় ফ্রান্স। এবার চেলসির রাইট-ব্যাক মালো গিস্তোর শট ঠেকান গোলরক্ষক। আজারবাইজানের জমাট রক্ষণে...