১২ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। অভিরামপুর নামের এক গ্রামের মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিকটি। গ্রামের অস্থির স্বভাবের মানুষের মজার সব কাÐ, প্রেম, ঝগড়া আর ডিশ-সংযোগের ব্যবসাকে কেন্দ্র করে নাটকের কাহিনী আবর্তিত হয়েছে। এটি ১৩ অক্টোবর থেকে প্রচার শুরু হবে। সোম থেকে বৃহ¯পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, আরফান আহমেদ, ফারুক আহমেদ, রাশেদ সীমান্ত, রোজী সিদ্দিকী, এজাজুল ইসলাম, মৌসুমী হামিদ, মায়মুনা মমো প্রমুখ। নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরো ৫শ’ বেড, চলতি মাসেই উদ্বোধন ক্ষমতার পালাবদল যেন দুর্নীতির পালাবদল না হয় : বদিউল আলম পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে গণভোট করার...