১২ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’। আজ প্রচার হবে এর ৫০তম পর্ব। আহমেদ শাহাবুদ্দীনের রচনায় এটি পরিচালনা করেছেন শামীম জামান।এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, রোবেনা রেজা জুঁই, শফিক খান দিলু, মীম চৌধুরী, তারিক স্বপন, সাদ্দাম মাল, আশরাফুল আলম সোহাগ, আমানুল হক হেলাল, লাবণ্য লিজা, সাদিয়া তানজিন প্রমুখ। পাঁচ ভাই-বোনের সংসারে শামীম জামান সবার বড়। মেজো ভাই মোশাররফ করিম আর সেজো হচ্ছে আ খ ম হাসান। বড় ভাইয়ের গাত্রবর্ণ কালো হওয়ায় বিয়ে হচ্ছে না তার। বড় ভাইয়ের কারণে ছোট দুই ভাইও বিয়ে করতে পারছে না। কারণ তাদের বাবা বলে দিয়েছেন, বড় ভাই বিয়ে...